রবিবার হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক : প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে হাঙ্গেরি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল রবিবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট রওনা হবেন তিনি।
দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণে তিনদিনের এ সফরে শেখ হাসিনা পানি সম্মেলনে অংশ নেবেন।
এছাড়া দুই দেশের সরকারি-বেসরকারি পর্যায়ে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথাও বলেছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
জাতিসংঘ ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য শেখ হাসিনা। এ প্যানেলের অন্য সদস্যরা হলেন হাঙ্গেরি, মরিশাস, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, পেরু ও সেনেগালের রাষ্ট্রপতি এবং অস্ট্রেলিয়া, জর্ডান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।